বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে : আমু

অনলাইন ডেক্সরিপোট ঃ-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। তাদের ধর্না দেয়া রাষ্ট্রে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়। তাই বিদেশী রাষ্ট্রগুলো কখনো অসাংবিধানিক কথা বলতে পারে না।২৪ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রামিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের প্রতিটি পর্যায়ের শ্রমিকদের সকল দাবি দাওয়া পূরণ করছেন। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়বেন। তাই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান এস.আর এম মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাহারুল মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *