সীমান্ত এলাকা থেকে আটক প্রাইভেটকারে মিললো ৪ কেজি সোনা।

অনলাইন ডেক্সঃ-

যশোরের শার্শা সীমান্ত থেকে চার কেজি ওজনের ৩৫টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন- শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুজনকে আটক করে। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখ ৩৫টি বার জব্দ করা হয়। যার ওজন চার কেজি এবং যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।বিজিবির এই কর্মকর্তা আরও জানান, শার্শা থানায় আটক আসামিদেরকে সোপর্দ করা হয়েছে এবং চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *