সেলিম হোসেন সোহেল বল্লীঃ- আজ ২০ শে ফেব্রুয়ারি রোজ সোমবার, সারা দেশের ন্যায় বল্লী ইউনিয়ানে (৬ মাস হইতে ৫ বছর বয়স পর্যন্ত) সকল শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল সকাল ১০ টা থেকে খাওয়ানো শুরু হয়েছে। বল্রী ইউনিয়নে ২৪ টি কেন্দ্রে যথাক্রমে ০১ নং ওয়ার্ড আমতলা,বল্রী,শিয়ালডাঙ্গা,কাঁঠালতলা,শ্যামপুর। ফজলুর রহমান হাজীর অশোক কুমার সরকার মাস্টার, নুরুল হক মেম্বারের, আকবর আলী মুন্সি বল্লী ক্লিনিক, রফিকুল ইসলাম, রাধামোহন কাঠালতলা, চারুচন্দ্র সরকার শ্যামপুর। পুরাতন ২ নং ওয়ার্ড- মোচড়া,শিবনগর,বাউলডাঙ্গা আজিজুল হক পশ্চিমপাড়া মুকুন্দপুর, মোহর আলী পশ্চিমপাড়া মুকুন্দপুর। কমিউনিটি ক্লিনিক মুকুন্দপুর, শফিকুল ইসলাম পূর্ব পাড়া মুকুন্দপুর, আরিজুল ইসলাম মোচড়া, তোফাজ্জল চেয়ারম্যান বাউল ডাঙ্গা, আব্দুল মজিদের দোকান ভাটপাড়া, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরাতন ৩ নং ওয়ার্ড -হাজিপুর, নারায়ণপুর, ঘরচালা, রায়পুর,কুশাডাঙ্গা। ডাক্তার কবির হোসেন, হাজিপুর তেছেরউদ্দিন, নারায়ণপুর রফিকুল ইসলাম ফকির, ঘরচালা রজব আলী সরদার, ঘরচালা কামরুল ইসলাম রায়পুর রায়পুর কমিউনিটি ক্লিনিক, আব্দুর রশিদ বিশ্বাস, কুশাডাঙ্গা, ডাক্তার আহাদ আলী কুশাডাঙ্গা।
সাতক্ষীরা সদরের বল্লীতে ২৪ টি কেন্দ্রে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো উদ্ভোধন
