অনলাইন ডেক্সঃ- ওমর ফারুক একজন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একজন এজেন্ট ব্যবসায়ী। তিনি তার ভাগ্নে নুরউদ্দিনকে দিয়ে নোয়াখালীতে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে গ্রাহকদের টাকা লেনদেনের কাজ করান। গত ১২/১২/২০২২ খ্রিঃ একজন কাতার প্রবাসী মোবারক পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে ভাগ্নে নুরউদ্দিনের সাথে যোগাযোগ করে। কাতার প্রবাসী জনৈক মোবারক জানান কাতার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মানিগ্রামের মাধ্যমে বেশ কিছু টাকা পাঠাবে। পাঠানো টাকা গুলো বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত তার আত্মীয় স্বজনের মোবাইল নম্বরে পাঠাতে হবে।
কাতার থেকে যথারীতি মোবারক চার লক্ষ পচিশ হাজার টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে জমার ¯িøপ দিয়ে দেন এবং ফোনে অনুরোধ করে তাড়াতাড়ি টাকাগুলো তার আত্মীয়-স্বজনদের নির্ধারিত মোবাইল নম্বরে দিয়ে দিতে। ব্যাংক-এর সময় শেষ হওয়াতে তখন রিসিটগুলো জমা দিতে পারেনি নুরউদ্দিন। রিসিটগুলো একজন ব্যাংকারকে দেখালে সঠিক বলে জানায়। সরল বিশ্বাসে নুরুউদ্দিন কাতার প্রবাসী মোবারকের কথায় ব্যাংকে ক্যাশ না করিয়েই সমুদয় টাকা বিকাশ, নগদ ও রকেটে পরিশোধ করে দেয়।
পরবর্তী দিন ব্যাংকে গিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মানিগ্রামের রিসিট জমা দিয়ে টাকা ক্যাশ করার সময় জানতে পারে কাতার থেকে কোন টাকা পাঠানো হয়নি এবং রিসিট সমুহ সবই ভুয়া। নুরউদ্দিন বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন। পরবর্তীতে মোবারকের নম্বরে যোগাযোগ করলে তাকে আর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ওমর ফারুক (এজেন্ট ব্যবসায়ী) সিআইডির সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করেন। সাইবার ইন্টেলিজেন্স টিম অনুসন্ধান করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সনাক্ত করেন। গত ১৩/০২/২০২৩ খ্রিঃ সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পাঁচথুবি এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মোঃ রাসেল, পিতা সুরুজ মিয়া, গ্রাম- পাঁচথুবি, কুমিল্লা সদর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল প্রতারণার কথা স্বীকার করে এবং তার অপর সহযোগী রিপন সৌদি আরবে অবস্থান করছে বলে জানায়। তার কাছ থেকে প্রতারনায় ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, একটি কম্পিউটার হার্ডডিস্ক, তিনটি সিম এবং নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা নং- ২২, তারিখ ১৩/০২/২৩ খ্রিঃ, ধারা- ২২(২),২৩(২),২৪(২),২৫(২),২৬(২),৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ রুজু করা হয়েছে এবং আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেছে।
সূত্রঃ https://www.facebook.com/100089761396932/posts/pfbid02tfHEt8WSDKi8dYcPQoNUVbKbrk5g4NBhunuzapPLEMbRh9YTJgx8dVo1p3dc7Gdhl/?app=fbl