অনলাইন ডেস্কঃ- তুরস্কে ভূমিকম্পের ৮ম দিনে ধ্বংস্তূপ থেকে মিরে নামে ছয় বছরের এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।ভূমিকম্পের ১৭৮ ঘণ্টা পর সোমবার দক্ষিণ তুরস্কের শহর আদিয়ামানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। দেশটির একজন মন্ত্রী এবং গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।সম্প্রচারমাধ্যম সিএনএন তুর্ক জানায়, মেয়েটির বয়স ছয় বছর। উদ্ধারকারীরা শিশুটির বড় বোনের কাছাকাছিও পৌঁছেছেন। শিশুটির বয়স চার বছর বলে তুরস্কের পরিবহন মন্ত্রী আদিল কারিসমাইলোগ্লু এর আগে জানিয়েছিলেন।
ভূমিকম্পের ৮ম দিনে জীবিত উদ্ধার ছয় বছরের শিশু
