আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব


ডেক্সরিপোটঃ- বাংলাদেশ ও ভারতের মধ্যে বুধবার অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা আগামীকাল ঢাকায় আসছেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রসচিব ঢাকা ও নয়াদিল্লীর মধ্যকার সকল দ্বীপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। দুই পররাষ্ট্রসচিব পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া ও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা নিয়ে পর্যালোচনা করবেন, নয়াদিল্লীতে শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়ে ও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে,ভারতের পররাষ্ট্রসচিব এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে মোমেনের সংগে সাক্ষাত করবেন। গত বৃহঃবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন এফও সি সংক্রান্ত প্রস্তুতিমুলক কাজ এখন চলছে। তারা বলেন সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ শে জানুয়ারী ভারতের নয়াদিল্লীতে অনুষ্টিত হয়েছিল। ভারতের পররাষ্ট্রসচিব ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারী নেপালে দুই দিনের সরকারী সফর শেষে বধবার ঢাকায় আসবেন। ২০২২ সালের ১ লা মে ভারতীয় পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহনের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *