ডেক্সরিপোটঃ- সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার ১২ ই ফেব্রুয়ারী বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেন্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে আনেন বনবিভাগের সদস্যরা। সুন্দরবন সাতক্ষীরা রেন্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার নুরআলম সত্যতা নিশ্চিত করে বলেন ধারনা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারন ডায়রী করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন শেষে উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুড়িগোয়ালীনি স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মরদেহটি মাটি চাপা দেওয়া হবে।
সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার
