ডেক্স রিপোটারঃ- সোমবার বিকালে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়িতে অভিযান একটি রয়েলবেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছে র্যাব-৬ সদস্যরা । এসময় হাফিজুর রহমান(৪৩) সহ তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩) কে আটক করে। আটককৃতরা উপজেলার ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।
জানা যায়, র্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পুর্ব প্রতিশ্রুতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয়কারী চক্রের ঐ সদস্যদের আটক করে। এসময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ঐ চামড়া উদ্ধার করা হয়।র্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার গালিব হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব জানায়।
সাতক্ষীরা রেঞ্জকর্মকর্তা এম কে ইকবাল হোসাইন চৌধুরী বলেন, আমরা এখনো অফিসিয়াল ভাবে জানতে পারিনি তবে শুনছি র্যাবের অভিযানে ১টি বাঘের চামড়া উদ্ধার হয়েছে। এব্যাপারে শ্যামনগর থানার অপিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম বাদর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে বাঘটি সুন্দরবনের কোন এলাকা থেকে হত্যাকরা হয়েছে তা নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছে।