ডেক্সরিপোটঃ- তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডঃ হাসান মাহমুদ বলেছেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের চাদাবাজি করে মানুষকে হয়রানি করে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি বলেন মাদক বিক্রি থেকে শুরু করে মানুষের জায়গা দখল, মানুষকে চোখ রাঙ্গানো, ব্যাবসায়ীদের নিকট থেকে চাদাতোলা সহ এধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নিতে বাধ্য হবো। শরীরের কোন অংশ পচনধরলে যেমন পচনঅংশ কেটে ফেলতে হয়, আমরাও সেভাবে ব্যাবস্হা নেব। মঙ্গলবার সন্ধায় চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহি রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পুর্তি উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবানী উচ্চারন করেন। বিদ্যালয়ের বর্ষপুর্তি উতযাপন কমিটির আহবায়ক ইন্জিনিয়ার শামসুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা আতাউল গনি ওসমানি,রাঙ্গুনিয়া পৌরমেয়র মোঃ শাহাজান শিকদার প্রমুখ।
দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা। তথ্যমন্ত্রী
