বল্লী প্রতিনিধি ঃ- আসন্ন দলীয় কাউন্সিলে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ান আঃলীগের সাধারন সম্পাদক পদ পেতে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় করে চলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এ এস এম মুনছুর আলী। সাধারন সম্পাদক পদ প্রত্যার্শী প্রধান শিক্ষক এএসএম মুনছুর আলী জানান, বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে এলাকার একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরী করি। এলাকায় থাকার সুবাধে দলের সকল সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহন করে আসছি যাহা নেতাকর্মীরা সকলে অবগত আছেন। আরও বলেন দলের তৃনমুলের নেতাকর্মীরা যদি তাকে সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করেন তবে তিনি বল্লী ইউনিয়ন আঃলীগকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন।
বল্লী ইউনিয়ান আঃলীগের সাধারন সম্পাদক পদ পেতে প্রধান শিক্ষক মুনছুর আলীর তৃনমুলে মতবিনিময় অব্যহত।
