ব্রম্যরাজপুর প্রতিনিধিঃ- সাতক্ষীরা সদর উপজেলার ব্রম্যরাজপুর ইউনিয়ানের দোহাখোলা গ্রামের মৃত আঃ সামাদ সরদারের ছেলে আঃ কারিম ওরফে আঃ রহমান (৩৫) ২৯ শে জানু রোজ রবিবার স্ট্রোকজনিত কারনে মালএশিয়াতে মৃত্যুবরন করেছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে। নিহত আঃ রহমান দুই সন্তানের জনক বিগত ১৭ বছর পুর্বে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি মালএশিয়াতে যান। সেখানে তিনি জহরবালু কিলাম পাতা এলাকায় শ্রমিক হিসাবে কয়েকবছর যাবত কাজ করতেন। আঃ রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবার।
সাতক্ষীরার রেমিটেন্স যোদ্ধা আঃ রহমানের মৃত্যু।
