সাতক্ষীরা প্রতিনিধি ঃ- সাতক্ষীরায় বিস্ফোরক দ্রব্য আইন ও চাদাবাজির পৃথক দুটি মামলায় আদালত থেকে জামিন পেলেন দীপ্ত টেলিভিশন ও ৭১ বাংলা দৈনিকের জেলা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খা। (২৯ শে জানু) রোজ রবিবার সাতক্ষীরা অতিঃ চিফ জুডিশিয়াল ম্যাজিঃ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জিয়াউল ইসলাম উভয়পক্ষের শুনানীশেষে মামলার অভিযোগ আসা পর্যন্ত তার জামিন মন্জুর করেন। আদালতে আসামীপক্ষে জামিন শুনানিতে অংশ নেন এড জিয়াউর রহমান জিয়া,এড প্রবীর মুখার্জী, এড সফিউল উসলাম সফি,এড মোঃ মিজানুর রহমান পিন্টু, জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন কোর্ট ইন্সপেকটর আহমেদ আনোয়ার,এড জিয়াউর রহমান জিয়া সাংবাদিক রঘুনাথ খার আদালত থেকে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরা আদালত থেকে জামিন পেলেন সাংবাদিক রঘুনাথ খা।
