ডেক্সরিপোটঃ- সাতক্ষীরা বনবিভাগের অভিযানে খুলনা রেন্জ থেকে ১২ কেজি হরিনের মাংস সহ ৪ জন শিকারিকে আটক করা হয়েছে। বনবিভাগের টইলদলের সদস্যরা সুন্দরবনে বঙ্গবন্ধুর চর নামক জায়গা থেকে হরিনের মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক করা হয়। শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের কর্মকর্তারা। আটককৃতরা হচ্ছে সজিব মিয়া,(৩৫) নওশের আলী ( ৩২) ইদ্রিস আলি( ৪০) নুরআলী( ৩৮)এরা সবাই খুলনা এলাকার বাসিন্দা। সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক ইকবল হাসান চৌধুরি জানান,ঘটনাস্হলটি খুলনা রেঞ্জের মধ্যে হওয়াই জব্দকৃত মাংসসহ আটককৃত ৪ শিকারীকে বনবিভাগের খুলনা রেঞ্জে প্রেরন করা হয়েছে। তাদেরকে বনআইনে মামলা দেওয়া হবে।
বনবিভাগের অভিযানে খুলনা রেন্জ থেকে ১২ কেজি হরিনের মাংস সহ ৪ জন আটক।
