ডেক্সরিপোটঃ- আইনজীবিদের নিয়ন্ত্রক সংস্হা বাংলাদেশ বার কাউন্সিল। শনিবার বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বর্ধিত সভায় আইনজীবি সমিতির নেতৃবৃন্দ এ মতামত তুলে ধরেন। বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বর্ধিত সভায় দেশের ৬৪ জেলা থেকে আইনজীবি সমিতির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ উপস্হিত ছিলেন। বার কাউন্সিলের চেয়ারম্যান ও এটনি জেনারেল এ এম আমিনউদ্দীন বলেন বিচারক ও আইনজীবি একে অপরের পরিপুরক সম্পর্ক। নিজেদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি হলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজে আইন হাতে তুলে না নিয়ে তা প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে অবহতি করতে হবে। আইনআদালতে বিশৃঙ্খলা আমাদের কাহারও কাম্য নয়,আলোচনায় বেনভোলেন ফান্ড সহ বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্হিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ সিনিয়র আইনজীবি সৈয়দ রেজাউর রহমান,সদস্য এড মোখলেছুর রহমান বাদলএড সাইদ আহমেদ রাজা, ব্যারিষ্টার এএম মাহবুবউদ্দীন খোকন, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল প্রমু্খ।
বার ও বেন্চ সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন আইনজীবি নেতৃবৃন্দ
