বল্লী প্রতিনিধি ঃ- সারাদেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন আঃলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল কে ঘিরে তৃনমুলের নেতাকর্মীরা ফের চাঙ্গা হতে দেখা যাচ্ছে। এক সময়ের আঃলীগের ঘাটি হিসাবে পরিচিত বল্লী ইউনিয়ন দীর্ঘদিন যাবত দলের মধ্যে গ্রুপিংদন্দে সাংগঠনিক কার্যক্রম একেবারে ঝিমিয়ে গিয়েছিল। সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে আঃলীগ সহ সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা এ প্রতিনিধিকে জানায় আগামী ইউনিয়ন কাউন্সিল অধিবেশনে যে নেতা দলের জন্য নিবেদিত দুর্দিনে অসহায় নেতাকর্মীদের পাশে দাড়ায় এমন ব্যক্তিদের তারা এবারের কাউন্সিলে দলের নেতা হিসাবে নির্বাচিত করতে চান। এ বিষয়ে ইউনিয়ান আঃলীগের সাঃসম্পাঃ ওবায়দুর রহমান লাল্টু জানায় উপজেলা আঃলীগের নির্দেশে ইতিমধ্যে ইউনিয়ন আঃলীগের উদ্দোগে বর্ধিত সভা করে প্রত্যেক ওয়ার্ড আঃলীগ নেতাকর্মীদের উপস্হিতিতে বিশেষ বর্ধিত সভা হয়েছে। সেখানে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । আগামী ১ লা ফেব্রয়ারী ০১ নং ওয়ার্ড থেকে কমিটি গঠন কার্যক্রম শুরু হবে পর্যায় ক্রমে ১৪ ই ফেব্রুয়ারী তারিখে রায়পুর কুশোডাগা কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলের সমাপ্তি ঘটবে। স্হানীয় আঃলীগ নেতা ও প্রধান শিক্ষক মুনছুর আলী জানায়। এবারের কাউন্সিলে তিনি তৃনমুল নেতাকর্মীদের সমর্থনে সাধারন সম্পাঃ প্রাথী হিসাবে প্রতিদন্দিতা করবেন!।
এলাকার শত শত দলীয় নেতাকর্মীরা জানায়, স্হানীয় নির্বাচনের পর হতে দলের নিজেদের মধ্যে গ্রুপিং দন্দের জের ধরে সাংগঠনিক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে গিয়েছিল তবে এরই মধ্যে বর্ধিত সভার পর হতে তৃনমুলের নেতাকর্মীরা সব মান অভিমান ভুলে ফের চাঙ্গা হতে শুরু করেছে, অনুসন্ধানে জানা যায় যে এবারের কাউন্সিলে ইউনিয়ন আঃলীগের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি মোঃ বজলুর রহমান ও বর্তমান সাধারন সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু সভাপতি প্রার্থী হিসাবে প্রতিদন্দিতা করবেন অন্যদিকে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে প্রধান শিক্ষক মুনছুর আলী, ব্যাবসায়ী শাহিদুল ইসলাম ও বর্তমান ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ আজহারুল ইসলাম প্রতিদন্দিতা করবেন বলে স্হানীয় সুত্রে জানা গেছে। কাউন্সিলের বিষয়ে মুনছুর আলী বলেন, তৃনমুল নেতাকর্মীদের সমর্থনে তিনি হয়েছেন। যুবলীগ নেতা আজহারুল ইসলাম বলেন তিনি ছাত্রঅবস্হায় থেকে অদ্যবদি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে আছেন তাছাড়া তার পরিবার আঃলীগের পরিবার হিসাবে চিহ্নিত সে হিসাবে তিনি যদি স্হানীয় নেতাকর্মীদের সমর্থনে সাধারন সম্পাদক নির্বাচিত হতে পারে তবে দলের জন্য কাজ করে যাবেন স্হানীয় নেতাকর্মীরা জানান। যারা দলের নিবেদিত এবং পরিছন্ন সংগঠক তাদেরকেই এবারের কাউন্সিলে তারা নেতানির্বাচিত করবেন।