ডেক্স রিপোটঃ- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ানের ব্যাংদহা বাজারের ঔষধ ব্যাবসায়ী ডাঃ শেখ আবুল হোসেনের মেঝ ছেলে শেখ সানাউল ইসলাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ঘটনাস্হল সুত্রে জানা যায় যে শুক্রবার আনুমানিক বেলা ১২ টার সময় মটরসাইকেলে ব্যাংদহা বাজার থেকে নিজ বাড়ি জোড়দিয়াতে যাওয়ার সময় পথিমধ্যে জোড়দিয়া জোহরের বাড়ি সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে আসা মাটিবহনকারী ড্রামট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে ঔষধ ব্যাবসায়ী গুরুতর আহত হয়। এ সময় তাকে স্হানীয়রা চিকিতসার জন্য সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকতসাধীন অবস্হায় সে মৃত্যুবরন করেছে । শেখ সানাউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফিংড়িতে মাটিবহনকারী ড্রামট্রাকটর ও মটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঔষধ ব্যাবসায়ী সানাউল নিহত।
