ডেক্সরিপোটঃ- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দেশে অবাধে মাদক প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন সীমান্তে বিজিবি সহ আইনপ্রয়োগকারী সংস্হা মাদক প্রবেশ ও অপব্যাবহার রোধ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের অভিযান পুর্বের চেয়ে বৃদ্ধি করা হয়েছে!স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে সরকারীদলের সদস্য নুরুন্নবী চৌধুরির টেবিলে উপস্হাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষনা। আইনপ্রয়োগকারী সংস্হার কঠোর নজরদারী ও মাদক বিরোধি প্রচার প্রচারনার কারনে মাদকাসক্তি বৃদ্ধি না পেয়ে মাদক পরিস্হিতি নিয়ন্ত্রনে রয়েছে।
দেশে মাদক অবাধে প্রবেশের সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী
