সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে ইসলামিক স্টেটের জৌষ্ঠ নেতা সহ ১১ জন নিহত।

ডেক্সরিপোটঃ- প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সোমালিয়ায় মার্কিন সামরিক অভিযানে ইসলামিক জঙ্গি গোষ্টির প্রধান আন্চলিক নেতা বিলাল আল সুদানীসহ মোট১১ জন নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে বৃহঃবার বার্তা সংস্হা এএফপি এ কথা জানায়! এক কর্মকর্তা জানান সোমালিয়ার উত্তরান্চলে একটি পাহাড়ি গুহা কমপ্লেক্সে নেমে আসার পর বন্দুক যুদ্ধের সময় সুদানী এবং আরো ১০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *