পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত।


ডেক্সরিপোটঃ- পশ্চিম তীরের জেনিনের একটি শরনার্থী শিবিরে আজ বৃহঃবার ইসরায়েলি অভিযানে এক বৃদ্ধাসহ চার জন ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভিতরে কাদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ ও আনা হয়েছে। স্বাস্হ্য মন্ত্রানালয় জানিয়েছে বয়স্ক এক মহিলা সহ চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে (খবর এ এফপির) পৃথক এক বিবৃতিতে মন্ত্রালয় আরও জানায়, ফিলিস্তিনের স্বাস্হ্যমন্ত্রী মাই আল কাইলা বলেছেন দখলদার বাহিনী জেনিনে একটি সরকারী হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃত ভাবে হাসপাতালের শিশুবিভাগে কাদানে গ্যাস নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *