ডেক্সরিপোটঃ- একটি ঘরের অভাবে এক সময় ৬ ষ্ট শ্রেনির ছাত্রী ইকরা আক্তার ইভাকে তেতুলিয়া এলাকায় তার পরিবারের সংগে একটি ভাড়া করা ঘরে থাকতে হতো। এতে করে তার পড়াশুনা বিঘ্নিত হচ্ছিল। কয়েকমাস আগে এখানে বুড়াবুড়ি ইউনিয়ানের মন্ডলপাড়া( মনিকু) এলাকায় আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দোগের সুবাদে একটি বাড়ি পেয়ে সে এখন ডাঃ হওয়ার স্বপ্ন দেখছে। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় একটি স্হায়ী ঘর পেয়েছি এবং শিক্ষার পরিবেশ ও পেয়েছি এজন্য আবার স্বপ্ন দেখছি! ইভা বলে এখন আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। সে আরও জানায় ৫ ম শ্রেনির বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করলে সে সময় জেলা প্রশাসক তাকে একটা বাইসাইকেল ও উপহার দিয়েছিলেন,এমন চমতকার সাইকেল পাওয়ায় সে ডিসি স্যারকে ধন্যবাদ জানায়! ইভা পরিবারের মত আরও ৩৭ টি পরিবার মন্ডলপাড়ায় আশ্রয়ন ২ প্রকল্পের ঘর পেয়ে স্হায়ীভাবে বসবাস শুরু করেছে।
আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্নে ইভা।
