কলারোয়ায় বিনা সরিষা ৯ এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

ডেক্সরিপোটঃ – সাতক্ষীরার কলারোয়ায় বিনা কতৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পকালীন সরিষার জাত বিনাসরিষা ৯ এর সম্প্রসারনের লক্ষে মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে পৌরসদরের তুলসিডাঙ্গা মাঠে (২৫ শে জানু) রোজ বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনিষ্টিটিউট( বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে মাঠদিবস ও কৃষিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিং বিনা মহাপরিচালক ড তোফাজ্জেল ইসলাম। বিশেষ অতিথি পৌরমেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, আরও উপস্হিত ছিলেন উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধতন কর্মকর্তা ডাঃ বাবুল আক্তার, উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ আবুল হোসেন এবং পৌর সভার অন্যন্য কাউন্সিলরবৃন্দ ও স্হানীয় পর্যায়ের সাংবাদিকসহ ৮০ জন কৃষক কিষানী। উল্লেখ্য যে সরিষার তিনটি উন্নত জাত রয়েছে এর মধ্যে বিনা ৮ বিনা ৯ বিনা ১০, বিনা উদ্ভিদ প্রতিক লতা, সহনশীল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনা সরিষা ৯ এর সম্প্রসারনের লক্ষে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *