স্টাফ রিপোটারঃ- সাতক্ষীরায় পৌরমেয়র তাজকিন আহমেদ চিশতিকে একটি নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। পৌর মেয়র চিশতি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালিন জামিনে ছিলেন! আজ (২৪ শে জানু) রোজ মঙ্গলবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিঃ হুমায়ুন কবীরের আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত পৌর মেয়র চিশতিকে জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির সদস্য সচিব। তিনি সাতক্ষীরা কামালনগর এলাকার মৃত আবুল কাসেম ভ্যাদলের ছেলে। সাতক্ষীরা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এড ওকালত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় নাশকতা মামলায় পৌরসভার মেয়র চিশতি কারাগারে ।
