বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা সাংবাদিক রঘুনাথ খাকে সাতক্ষীরার দেবহাটা থানায় গ্রেফতার।

ডিএসবি নিউজ ঃ- দীপ্ত টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খা কে দেবহাটা থানায় গ্রেফতার দেখানো হয়েছে, সোমবার (২৩ শে জুন) সন্ধায় সাতক্ষীরার দেবহাটা থানার খলিশখালি এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে,একই সাথে আরও দুইজনকে আটক করা হয়েছে। রঘুনাথ খা কে বহনকারী মটর সাইকেলের চালক আব্দুল কুদ্দুস জানান,তিনি রঘুনাথ খা কে বহন করে দেবহাটার খলিশখালি এলাকায় গিয়েছিল। সেখানে রঘুনাথ খা কিছু ছবি তোলেন। ফিরে এসে বড়বাজারে বাজার করেন। বাজার নিয়ে ফিরে আসার পথে পিএন স্কুলের সামনে তাদের গতিরোধ করেন আইনপ্রয়োগকারী সংস্হার লোকজন। পরে তাকে বাইক থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ বলেন দেবহাটার খলিশখালিতে সোমবার সন্ধার পর বোমা ফাটিয়ে নাশকতা সৃষ্টির সময় রঘুনাথ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। আর ও বলেন এ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *