স্টাফ রিপোটারঃ- রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার (২৪) নিহতের ঘটনায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাড়িচালক লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। নাদিয়ার মৃত্যুতে ভাটারা থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বলেন, ‘মামলার পর আমরা রাতেই সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ঘাতক বাস ও বাসের চালক এবং হেলপারকে শনাক্তর করা হয়।’
এর আগে গতকাল রবিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডের যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া নিহত হন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। তবে মোটরসাইকেল চালক তার বন্ধু অক্ষত আছেন। পরে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।