ডেক্সরিপোটঃ-
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার বন্ধে উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি-সন্ত্রাস বন্ধ, বাজার মনিটরিং করাসহ জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির জন্য চাকরি করা নয়, জনসেবা করাটাই দায়িত্ব। রূপকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায় পর্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। করোনায় মানুষের পাশে দাঁড়িয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্ব প্রশংসা করে।
প্রধানমন্ত্রী বলেন, অপচয় বন্ধ করতে হবে, সবক্ষেত্রেই কৃচ্ছতা সাধান করতে হবে। তাহলে মন্দার ধাক্কা বাংলাদেশে লাগবে না। হয়তো ধীর গতি হবে, কিন্তু উন্নয়নের গতিধারাটা ধরে রাখা সম্ভব হবে।এসময় অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন দুর্যোগে ডিসিদের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ইভিএম প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন,আর্থিক সঙ্কটের কারণে ইভিএম প্রকল্প বাতিল নয়, মানুষের খাদ্য, চিকিৎসা সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।তিনি আরও বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেবো। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করবো। এক সময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কোরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনে নির্ভর এখন।এসময় কার্গো বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের কার্গো বিমান কেনার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু অর্থনৈতিক এ অবস্থায় কিনতে পারছি না। ভবিষ্যতে কিনবো পরিকল্পনা আছে।অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বক্তব্য দেন।