ডেক্সরিপোটঃ কুমিল্লা উপজেলা দে’বিদ্বার দ’ক্ষিণ গুনাইঘরের মাশিকাড়া গ্রামের মোকবল হোসেনের ছেলে ফয়সালের সাথে ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলা জয়মকুড়া গ্রামের শ্যামল তজু মেয়ে নিপা তজু সাথে ঢাকায় পরিচয় দুই বছর যাবত। প্রেমের আবদ্ধ হয় গত ১০ –২–২০২০ তারিখে কুমিল্লা এডভোকেট হারুনুর রশিদ মাধ্যমে নোটারি এপিডেপিড করে নিপা নাম বাদ দিয়ে জান্নাতুল ফেরদৌস নাম প’রিবর্তন করা হয়েছে। আজ ইউপি চেয়ারম্যান আব্দুল হা’কিমের মাশিকাড়া গ্রামের বাড়িতে সকলে উপস্থিতিতে। হিন্দু মেয়ে ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। মুসলিম রীতি অনুযায়ী বিয়ের পিঁড়িতে বসলেন। হিন্দু ধর্মের মেয়ে নিপাত তজু। এই কার্যক্রম দেখে খুশি মাশিকাড়া গ্রামবাসী তাই মেয়েকে নিজের বোন হিসাবে গ্রহণ করে করছেন মাশিকাড়া গ্রামবাসী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান। এক লক্ষ টাকা উসুল করে বিয়ের কার্যক্রম শেষ করে দেন। ইউপি চেয়ারম্যান এই বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান জানান। ময়মনসিংহ হিন্দু ধর্মের মেয়ে ও দেবিদ্বার উপজেলার রাসেলের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের আবদ্ধ ছিল।
প্রেমের টানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তরুণী।
