হাইতিতে অতর্কিত হামলায় ৩ পুলিশ সহ ৪ জন নিহত।

ডেক্সরিপোট ঃ- হাইতির রাজধানিতে পুলিশের উপর সংঘবদ্ধ একটি চক্রের অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তা সহ ৪ জন নিহত হয়েছে। শনিবার ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর এ এফপির রাজধানির পেশনভিল এলাকায় পুলিশ দুস্হ্য। এক ব্যক্তিকে সাহয্য করতে গেলে এ হামলা চালানো হয়। হাইতিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে আইনশৃঙ্খলা পরিস্হিতি চরম নাজুক অবস্হায় রয়েছে। এ প্রেক্ষিতে ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জুভেনিল মইজিকে হত্যার পর দেশটির স্হিতিশীলতা হুমকির মুখে পড়ে! জাতিসংঘের তথ্যমতে হাইতির পুলিশ বাহিনীতে বর্তমানে ১৩ হাজার সদস্য রয়েছে প্রতি এক হাজার লোকের বিপরীতে পুলিশের সংখ্যা মাত্র একজন যা সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লড়াই করার জন্য এ সংখ্যা অত্যন্ত কম। মানবধিকার গ্রুপগুলো বলছে এসব চক্র বর্তমানে দেশটির অর্ধেকের ও বেশি এলাকা নিয়ন্ত্রন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *