কক্সবাজারে নিউজ ডেক্সঃ- কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় পাচারের উদ্দ্যেশে রাখা বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত পাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) আটককৃত আসমীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে, শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহফুজুল ইসলাম। তিনি জানান শুক্রবার রাত সাড়ে ৯ টায় চকোরিয়া পৌরসভার দিগর পানখালি এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভাল্লুক শাবক দুটির বয়স আনুমানিক দুই মাস প্রতিটির ওজন এক কেজির ও বেশি। এ ঘটনায় গ্রেফতার কৃত আসামী দিপক দাস( ৩২) চকোরিয়া পৌরসভার দিগর পানখালি এলাকার মৃত সোনারাম দাসের ছেলে।
বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার।
