দশ বছরে ভারতে পাচার হয়েছে ১০ হাজার নারী।

ডেক্স রিপোটঃ বাংলাদেশ থেকে গত ১০ বছরে ভারতে পাচার করা হয়েছে প্রায় ১০ হাজার নারী। এর মধ্যে প্রায় দুই হাজার নারীকে ফিরিয়ে আনা হয়েছে। পাচার হওয়া এসব নারীর অনেককে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। নারী পাচারের ঘটনায় রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’সহ সাতজনকে ভারতে গ্রেপ্তারের পর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজা হওয়ার কারণে টিকটক হৃদয়সহ সাতজনকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় বাংলাদেশে দায়ের করা অন্তত ছয় মামলার তদন্ত গত এক বছর ধরে আটকে আছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ‘টিকটক’ ব্যবহারকারী ১০৫ জনের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। অনেক ‘টিকটক’ ব্যবহারকারীর বিরুদ্ধেসম্প্রতি নানা ধরনের অপরাধের অভিযোগ উঠেছে। ১৩টি মামলার মধ্যে ঢাকার বাইরে রাজশাহীতে দুটি এবং সিলেট মহানগর পুলিশের আওতাধীন শাহ পরান থানা, সুনামগঞ্জ ও বরগুনায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় আটজন গ্রেপ্তার হয়েছেন।প্রথম মামলাটি হয়েছিল আলোচিত টিকটকার ইয়াসিন আরাফাত অপুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মারধর ও বেআইনি সমাবেশের অভিযোগ উঠেছিল। বেশ কিছুদিন জেল খেটে বের হওয়ার পর তিনি এখন আবার টিকটকে সক্রিয় হয়েছেন। টিকটকারদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে চারটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছে। টিকটক হৃদয় তরুণীদের কুষ্টিয়ায় নিয়ে শূটিংয়ের কথা বলে ভারতে পাচার করে দেন। গত বছর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় দেওয়ান রসুল হৃদয়সহ দুজনের বিরূদ্ধে। তিনিও টিকটকে এক কিশোরীকে নায়িকা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ, যৌন হয়রানি করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কামরুল আহসান বলেছেন, বাংলাদেশে বেআইনি এমন কনটেন্ট প্রচার না করার ব্যাপারে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা বাংলাদেশে টিকটক ব্যবহার করে অপরাধ সংঘটনকারীদের ব্যাপারে তথ্য চেয়েছে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) টিকটক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। কিছু অপরাধের তদন্ত নিয়ে সিআইডি টিকটকের সঙ্গে জুম মিটিংয়ে বসে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে, এ দেশের আইনে বৈধ নয়, এমন কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়। টিকটকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অপরাধীদের তথ্য চেয়েছে সিআইডি। টিকটক অপরাধের তথ্য দিতে সম্মত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *