ডেক্সরিপোট ঃ- গাজীপুর কালিয়াকৈরের সফিপুর টু বরইবাড়ী রোড ৮ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার মোঃ কামাল হোসেন মিয়ার ছোট মেয়ে রোমানা আক্তার( ৬) শিশুটি রাস্তা পার হওয়ার সময় বোর্ডমিল কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ন্ত্রনহীন অটোরিক্সার আঘাতে শিশুটি মারাত্বকভাবে আহত হয়। তাতক্ষনিক স্হানীয়দের সহযোগিতায় শিশুটিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নিয়ন্ত্রনহীন অটোরিক্সায় এক্সিডেন্ট করে ঝরে গেল একটি শিশুর প্রান।
