স্টাফ রিপোর্টার :
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি গরুর খামারে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
খামারের মালিক মতিয়ার রহমান জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুগুলোকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো খামারের চারপাশে চারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। সম্ভবত সেই কয়েল থেকে আগুন লেগে খামারে থাকা ছয়টি অস্ট্রেলিয়ান গাভীর মধ্যে পাঁচটি পুড়ে মারা গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।