
স্টাফ রিপোটার ঃ- সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ানের স্বাস্হ্যকর গ্রাম হিসাবে ঘোষিত ভাটপাড়ায় আজ দুপুর আনুমানিক ২ টার সময় ম্যাক্স ফাউন্ডেশনের সহায়তায় পরিদর্শনে আসেন মার্কিন দাতা সদস্য জিনমারকারিজ। মুলত ভাটপাড়া গ্রামের ১৪৬ টি পরিবারকে প্রাথমিকভাবে স্বাস্হ্যকর গ্রাম হিসাবে গড়ে তুলতে উন্নয়ন সংস্হা ম্যাক্স ফাউন্ডেশন ২০১৮ সালের জুন মাসের ২ তারিখে গ্রামের ১৪৬ পরিবারকে ৪ ভাগে বিভক্ত করে ১৭ সদস্য বিশিষ্ট সিএসজি কমিটি করে পরিবার গুলোর সুপেয়পানি, শিশুর পুষ্টি,পরিস্কার,ল্যাট্রিনে সাবান রাখা, পরিছন্নতা,গর্ভবর্তী মায়ের স্বাস্হ্য সুরক্ষ,পরিবেশ উন্নয়নে কার্যক্রম শুরু করে, পর্যায়ক্রমে কাজের অগ্রগতি হলে স্হানীয় ইউপি চেয়ারম্যান, ও উপজেলা পরিষদ ২০২১ সালে ১১ ই জানু সরেজমিনে এসে পরিদর্শন পুর্বক গ্রামকে স্বাস্হ্যকর গ্রাম হিসাবে ঘোষনা করেন। আজ দাতা সদস্য জিনমারকারিজকে সিএসজি সদস্য সহ গ্রামবাসীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সাথে ছিলেন ম্যাক্স প্রকল্পের কান্ট্রিডিরেক্টর এনাম আহমেদ তারিক সহ সংস্হার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। মার্কিন দাতা সদস্য গ্রামবাসীর আতিথিয়েতায় মুগ্ধ হন এবং প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।