ডেক্সরিপোটঃ- মুসলমানদের হজ্বের পর ২য় বৃহত্তম জামাত তিনদিন ব্যাপি বিজ্বইজতেমার ২য় পর্ব আজ শুক্রবার তুরাগ নদীর তীরে শুরু হয়েছে, বিশ্বইজতেমার এই ২য় পর্বে ভারতীয় ধর্মপ্রচারক মাওলানা মোহাম্মাদ সাদ আল কান্দলভির অনুসারীসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহনে ফজরের নামাজের পরে আমবয়ান (সাধারন খুতবা) দিয়ে শুরু হয়। বিগত ১৫ ই জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্বইজতেমার ১ ম পর্ব শেষ হয়। তাবলিক জামাত ১৯৬৭ সালে টঙ্গীতে জামাতের আয়োজনে করে আসছে। ২০১১ সালে বিশ্বইজতেমায় বিপুল সংখ্যক উপস্হিতির জন্য ইজতেমাকে দুটি পর্বে বিভক্ত করা হয়।
বিশ্বইজতেমার ২য় পর্ব আজ থেকে শুরু হয়েছে।
