স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর নরসিংদী জেলা শাখার সভাপতি ও রাজধানী ঢাকাস্থ বারিধারা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপিকা এবং বিভাগীয় আইন প্রধান আন্তর্জাতিক আইন বিশ্লেষক ড. ফারহানা জেসমিন মুন সোমবার রাত সময় ৮:৩০ মিনিট ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে মাধবদী শেখেরচর বাজার (প্রাক্তন বাবুরহাট) সংলগ্ন হাইওয়ে রোড তার ব্যক্তিগত প্রাইভেট কার চালক, ট্রাকের সাথে আঘাত হানেরএতে গাড়িটি গুরুতর ক্ষতি হয় এবং ড. মুন গুরুতর আহত হন এই দুর্ঘটনায় ড. মুন বর্তমানে নিজ বাসায় চিকিৎসা আছেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নরসিংদি জেলা সভাপতি সড়ক দূর্ঘটনায় কবলিত।
