ডেক্সরিপোটঃ- ঢাকার যাত্রাবাড়ী থানায় জামায়াতের আমির ডাঃ সফিকুর রহমানের নামে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন নামন্জুর করেছে আদালত। আজ ১৭ ই জানু রোজ মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত জেলাও দায়রা জর্জ আতিক বিন ফয়সালের আদালতে ডাঃ সফিকুর রহমানের পক্ষে তার আইনজীবিরা জামিনের পক্ষে শুনানী করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেন, আদালত উভয়পক্ষের বক্তব্য শুনানীঅন্তে জামায়াত আমির ডাঃ সফিকুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
জামায়াতে ইসলামীর আমিরের জামিনের আবেদন নামঞ্জুর।
