ডেক্সরিপোটঃ- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে জাতিসংঘ পদকে ভুষিত করা হয়েছে, এ উপলক্ষে কঙ্গোর রাজধানি কিনসাসার ইনকালে বানফু ১ এর ক্যাম্পে একটি প্যারেড অনুষ্টানের মাধ্যমে কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভুষিত করেন,কঙ্গোয় নিয়োজিত মনুস্কো পুলিশ কমিশনার মোডিবেরেথ পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষা দলের সবাইকে তিনি এই পদক পরিয়ে দেন, ডিআর কঙ্গো (নারী) বানফু ১ এর কমান্ডার নাজমুন্নাহার গনমাধ্যমে এ তথ্য,নিশ্চিত করেছেন,তিনি বলেন পদক প্রদান প্যারেডে উপস্হিত মনুস্কো পুলিশ কমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদানকে অত্যন্ত দায়িত্বশীল গৌরবময় ও অতিগুরুত্বপুর্ন বলে অভিহিত করেন, নারীর ক্ষমতায়নে একটি আদর্শ সুচক হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বানফু ১ এর রোটেশন ১৫ এর এই নারী কন্টিনজেন্ট, মনুস্কো পুলিশ কমিশনার মোডিবেরেথ বলেন বিশ্বের যেখানে শান্তি অস্হিতিশীলতা বিঘ্নিত হয়েছে সেখানেই জাতিসংঘ তার শান্তি ও সাহায্য সমর্থ নিয়ে এগিয়ে এসেছে,আর এ দীর্ঘপথচলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই নিয়ামানুবর্তিতা ও শৃঙ্খলার ভুয়ষী প্রশংসা করেন তিনি,পরিশেষে এ পর্যন্ত যারা এই শান্তিরক্ষা কার্যক্রমে তাদের জীবন আত্বোউতসর্গ করেছেন তাদের আত্বার শান্তিকামনা করেন,২০২২ সালের ৩রা জানুয়ারী থেকে অদ্যবধি এই কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানি কিনসাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে, ১৮০ জনের এই রোটেশনটি ১৫ তম কন্টিনজেন্ট এবং এটাই বাংলাদেশের একমাত্র শান্তিরক্ষা নারী কন্টিনজেন্ট।
বাংলাদেশ পুলিশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভুষিত।
