ডেক্সরিপোটঃ- আন্তজার্তিক মুদ্রাতহবিল( আই এফ এম) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উনত রাষ্ট্র, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরনে তাদের সার্বিক সহায়তা অব্যহত রাখবে, আজ ১৬ ই জানু রোজ সোমবার প্রধানমন্ত্রীর সাথে গনভবনে সাক্ষাতকালে ম্যানেজিং ডাইরেটর অন্তোনিয়েতে মোনাসিও সাইয়েহ এ আশ্বাস দেন, এসময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ বেল আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চাইনা বরং পুর্ব প্রস্তুতি হিসাবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে, প্রধানমন্ত্রী আর ও বলেন আমরা কোন ধরনের বেল আউট চাইনা, আমাদের এই কর্মসুচিটি বেইল আউট নয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্কীচ রাইটার মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত রাষ্ট্র উত্তরনে সহায়তা রাখবে আই এফ এম।
