২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত রাষ্ট্র উত্তরনে সহায়তা রাখবে আই এফ এম।


ডেক্সরিপোটঃ- আন্তজার্তিক মুদ্রাতহবিল( আই এফ এম) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উনত রাষ্ট্র, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরনে তাদের সার্বিক সহায়তা অব্যহত রাখবে, আজ ১৬ ই জানু রোজ সোমবার প্রধানমন্ত্রীর সাথে গনভবনে সাক্ষাতকালে ম্যানেজিং ডাইরেটর অন্তোনিয়েতে মোনাসিও সাইয়েহ এ আশ্বাস দেন, এসময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ বেল আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চাইনা বরং পুর্ব প্রস্তুতি হিসাবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে, প্রধানমন্ত্রী আর ও বলেন আমরা কোন ধরনের বেল আউট চাইনা, আমাদের এই কর্মসুচিটি বেইল আউট নয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্কীচ রাইটার মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *