ডেক্সরিপোটঃ- সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়ন পরিষদে ১৫ ই জানুঃ রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউ পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্হ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ কতৃপক্ষের যৌথ আয়োজনে পরিষদের হলরুমে ইউপি সচিবের সভাপতিত্বে জন্মনিবন্দন,গর্ভবতী,ও নবজাতক শিশুদের বিষয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্টিত হয় এসময় উপস্হিত ছিলেন এফপি আই, এফডব্লিউ ভি,এফডব্লুিউ এ এইচ এ, সি এইচ সিপি কতৃপক্ষ।
সাতক্ষীরা সদরের বল্লীতে জন্মনিবন্দন,স্বাস্হ্য,গর্ভবর্তী বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্টিত।
