ডেক্সরিপোটঃ- নওগায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৬৬ বোতল এমকে ডিল মাদক সহ এক ব্যাবাসয়ীকে গ্রেফতার করেছে, ১৪ ই জানু রোজ শনিবার বেলা ১২ টার দিকে নওগা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা নওগা সদর এলাকার খাস নওগা মফিজপাড়ার মোঃ শহিদুল ইসলামের বাড়ী তল্লাসীকরে ৬৬ বোতল অবৈধ মাদকদ্রব্য অপিয়াম উদ্ভুত কোডিন মিশ্রিত তরল পদার্থ এমকে ডিল উদ্ধার পুর্বক মাদক ব্যাবসায়ী শাকিল কে তার বাসাবাড়ী থেকে গ্রেফতার করে, এ বিষয়ে অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক শাহীন শওকত জানান জব্দকৃত অবৈধ মাদক সহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে শনিবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ৬৬ বোতল এমকে ডিল মাদক সহ ব্যাবসায়ী গ্রেফতার।
