গাবতলীতে গৃহশিক্ষকের ধর্ষনে ৯ ম শ্রেনীর ছাত্রী অন্তস্বত্বা।

ডেক্সরিপোটঃ- বগুড়ার গাবতলীতে গৃহশিক্ষকের ধর্ষনে ৯ম শ্রেনীর এক ছাত্রী অন্তস্বত্বা, ঘটনাটি ধামাচাপা দিতে গৃহশিক্ষকের পরামর্শে কিশোরীকে অন্যত্র বিয়ে দেয়,কিন্ত বিয়ের কয়েকদিনের মাথায় বিষয়টি জানাজানি হলে বিবাহের বিচ্ছেদ ঘটে, এসময় অন্তস্বত্বা কিশোরীর রিক্সাচালক পিতা থানায় ধর্ষনের মামলা করলে পুলিশ ধর্ষক গৃহশিক্ষককে গ্রেফতার করে, মামলাসুত্রে জানা যায় যে উপজেলার সুখানপুর ইউনিয়ানের আমতলীপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে আঃ মতিন (৫৩) একই এলাকার জৈনক এক রিক্সাচালকের ৯ ম শ্রেনীতে পড়ুয়া কন্যাকে তার বাড়িতে যেয়ে প্রাইভেট পড়াতেন, ২০২২ সালের ১০ ই মে বাড়ীতে কেহ না থাকার সুযোগে ঐ কিশোরীকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষন করে গৃহশিক্ষক এতেই সে অন্তস্বত্বা হয়ে পড়ে, কিন্তু লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি। তাছাড়া লম্পট গৃহশিক্ষক ইতিপুর্বে তাকে ভয়ভীতি দেখিয়ে অনেকবার ধর্ষন করেছে বলে সে জানায়, বিয়ের কয়েকদিন পরে কিশোরী অসুস্হ হয়ে পড়লে তাকে চিকিতসার জন্য বগুড়া ডক্টরস ক্কিনিকে নিয়ে যায়, সেখানে দায়িত্বরত ডাক্তার জানায় উক্ত কিশোরী ৭ মাসের অন্তস্বত্বা, এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র জানায়, মামলার মুল আসামী ধর্ষক মতিনকে গ্রেফতার করা হয়েছে, এবং ভিকটিম কে মেডিকেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *