১৫ লাখ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক ।

খুলনায় ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। আটকরা হলেন, মো. সাইফুল জামান ও মো. জাহিদুল ইসলাম। সোমবার (৯ জানুয়ারি) খুলনা নগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা মোট ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছিলেন।র‌্যাব এর সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি জানান, সোমবার গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন জাল টাকা তৈরি চক্রের সদস্যরা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অবস্থান করছেন। পরে সোমবার দুপুর দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে সাইফুল ও জাহিদুলকে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের নগদ ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে আরও নগদ ৪ লাখ ৮৩ হাজার জাল নোট উদ্ধারসহ দুটি প্রিন্টার, একটি মেশিন, জাল নোট তৈরির সাতটি ডাইস, জলছাপ সম্বলিত ৩০০ পিস কাগজ, সিল ২০টি, বিভিন্ন কালারের তরল রং ২০টি ও জাল নোট তৈরির দুই কার্টন সাদা কাগজ উদ্ধার করা হয়।র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। এই নোট তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিশেষ করে বাণিজ্য মেলা ও কোরবানির সময় গরুর হাটকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট তৈরির লক্ষ্য নির্ধারণ করেছিল তারা। উদ্ধার হওয়া জাল নোট ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *