স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মহিউস সুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ২০২২ এর ফলপ্রকাশ ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে, (৩১ শে ডিসেম্বর ২২ রোজ শনিবার) সকাল ১০ ঘটিকার সময় বল্লী কেন্দ্রীয় ঈদগাহ বা মাদ্রাসা চত্বরে । অত্র মাদরাসার সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান শুরু হয় । এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সেলিম আক্তার মন্টু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ১২নং বল্লী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এ্যাড. মোঃ মহিতুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং বল্লী ইউনিয়ন ২নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সামসুর রহমান, অত্র মাদরাসার সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন, মাদরাসা কমিটির সদস্য আলহাজ্ব ইমদাদুল হক,আলহাজ্ব শাহীন আক্তার বুলু, মোঃ আনছার আলী খাঁ মোঃ শফিকুল ইসলাম সহ আরো এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানের পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম হাঃ মাওলানা ক্বারী ইউনুস আল আনছারী। এবং ফলাফল অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বল্লী মহিউস সুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও পুরস্কার বিতরন।
