ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি আরবের ক্লাব আল নাসরের চুক্তিটা যেন এখন সময়ের ব্যাপার। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের দেওয়া খবর বলছে, চুক্তির নানা দিক নিয়ে ঐকমত্যে আসার পর দুই পক্ষ নাকি স্বাস্থ্য পরীক্ষার তারিখও চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ রোনালদোর থাকার জায়গাও নাকি ঠিক করে রেখেছে। স্বাস্থ্য পরীক্ষার পর জানুয়ারির শুরুতেই সম্পন্ন হবে চুক্তির আনুষ্ঠানিকতা।
স্বাস্থ্য পরীক্ষার অপেক্ষায় রোনালদো।
